ইতিহাস

ইতিহাস কামরাঙ্গীরচর বুড়িগঙ্গার বুকে জেগে উঠা এক সম্ভাবনাময় জনপদ। এক সময় এটি মোহাম্মদপুর থানার অন্তর্ভূক্ত ছিল। পরবর্তী পর্যায়ে কামরাঙ্গীরচর এলাকাটি পার্শ্ববর্তী লালবাগ থানার অন্তর্ভূক্ত হয়। ১৯৯৮ সালে এটি থানায় উন্নীত হয়। অতি সম্প্রতি(২০১৫) কামরাঙ্গীরচর থানাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডের (যথাক্রমে ৫৫, ৫৬ ও ৫৭) অন্তর্ভূক্ত হয়। আমাদের আলোচিত আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ডে অবস্থিত। কামরাঙ্গীরচর থানাটি দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। ঢাকা মহানগরীর অতি সন্নিকটে এবং বিশাল জনঅধ্যুষিত এলাকা হওয়া সত্বেও ১৯৮০ সাল পর্যন্ত এ এলাকায় হাতে গোনা কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া এখানে সরকারি পর্যায়ে কোন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেনি। এখানে শিক্ষার হার ছিল অতি নগন্য। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, দারিদ্রতা, সচেতনতার অভাব সর্বোপরি বুড়িগঙ্গা নদী পার হয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ঝক্কি ঝামেলা সহ্য করে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল এ এলাকার ছেলেমেয়েদের জন্য বিশাল চ্যালেঞ্জ। কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এ এলাকায় অবস্থান করে পড়াশোনার জন্য ভরসা ছিল কয়েকটি প্রাথমিক বিদ্যালয়। তাই ইচ্ছা থাকা সত্বেও অনেকের পড়াশোনার গন্ডি ৫ম শ্রেণির বেশি দীর্ঘায়িত করার কোন সুযোগ ছিল না। বিশেষ করে মেয়েদের পক্ষে বুড়িগঙ্গা পার হয়ে মাধ্যমিক স্তরে লেখাপড়া চালিয়ে যাওয়া ছিল খুবই দুরূহ ও কষ্টসাধ্য। এতসব প্রতিকূলতা দূর করে মেয়েদের তথা সর্বস্তরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য এগিয়ে এলেন তখনকার তরুণ ব্যবসায়ী, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী মো: সোলায়মান মাদবর। তিনি তাঁর পিতা কামরাঙ্গীরচরের স্বনামধন্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী জনাব হাজী আব্দুল জলিল মাদবর সহ এলাকার বিশিষ্ট মুরব্বী ও শিক্ষানুরাগী যথাক্রমে জনাব হাজী আলী ঈমাম (আলীমন) ব্যপারী, জনাব আঃ কাদের, জনাব হাজী আলাউদ্দিন, জনাব ইঞ্জিরিয়ার হাবিবুর রহমান ও জনাব ইসহাক মেম্বারকে সাথে নিয়ে ১৯৮৪ সনে গড়ে তোলেন কামরাঙ্গীরচরের প্রথম মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি সকল বাঁধা অতিক্রম করে স্বমহিমায় এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এটি এখন এলাকার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, শিক্ষার্থীর সংখ্যা, সকল পর্যায়ের ফলাফল, সহ শিক্ষা কার্যক্রমসহ সকল বিষয়ে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখে চলছে। বিগত সময়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়নসহ সম্প্রতি ২০১৮ সালে “শেখ রাসেল আন্ত: স্কুল ক্রিকেট” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান কাল (২০২১ সাল) পর্যন্ত জনাব হাজী মো: সোলায়মান মাদবর সাহেবের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি দুর্বার গতিতে এগিয়ে চলছে, এলাকার অশিক্ষার অন্ধকার দূরীভূত করে আলোর মশাল জালিয়ে যাচ্ছে। এই আলোর মশাল জালিয়ে যাওয়ার কার্যক্রম চলবে অনন্তকাল ইনশাআল্লাহ।