সভাপতি

সভাপতি

সকল প্রশংসা মহান আল্লাহর যিনি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সৃজনী ক্ষমতা দান করেছেন। “আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়” ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানার একটি শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। আমরা বৃহৎ জনগোষ্ঠীর  কোমলমতি শিক্ষার্থীর এক ক্ষুদ্র অংশকে নিয়ে কালের খেয়ায় এগিয়ে যাচ্ছি, মানুষকে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত সামনে রেখে। বাংলাদেশ সরকারের আরোপিত পাঠ্যক্রম অনুসরণ করে ভবিষ্যতের সুনাগরিক গড়ার প্রয়াসে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে আমাদের বিদ্যাপীঠ।
“দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমাদের প্রথম চাওয়া”
“যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত”
বিশ্বে বাংলাদেশেকে সমুন্নত করণে প্রথমেই প্রয়োজন শিক্ষা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন, দক্ষ জনশক্তি ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়ানোর  ক্ষেত্রে শিক্ষা তথা মানসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নাই। কামরাঙ্গীরচর থানার হতদরিদ্র ছেলে-মেয়েদের সু-শিক্ষার লক্ষে¨ ১৯৮৪ সালে সালে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আমার সম্মানিত পিতা মরহুম হাজী আবদুল জলিল মাদবর ও অন্যান্য মুরুব্বীদের সাথে নিয়ে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি।
দক্ষ প্রধান শিক্ষক ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, সম্মানিত অভিভাবকগণের সহযোগিতা এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয় সংসদ ঢাকা-২ আসনের মাননীয় এম.পি ও সাবেক খাদ্যমন্ত্রী জনাব এ্যাড. মো: কামরুল ইসলাম মহোদয়ের সার্বিক দক্ষ ম্যানেজিং কমিটির সময়োপযোগী উদ্যোগের কারণে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়টি আজ ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদ্যালয়টির মান যাতে উত্তোরোত্তর বৃদ্ধি পায় সে লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।